অন্তর্বাসের ক্ষেত্রে হাইজিন খুব জরুরি

অন্তর্বাসের ক্ষেত্রে হাইজিন খুব জরুরি

02 Oct, 2020 • How to take care undergarments

তাই অন্তর্বাসের পরিচ্ছন্নতার উপর যেন থাকে ফুল ফোকাস। অন্তর্বাসের ঠিকঠাক পরিচর্যা করলে তা টিকতে পারে বহুদিন। কী করে করবে জানতে ইচ্ছে করছে তো? রহস্যটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে:

- ভাল কোনও মাইল্ড ডিটার্জেন্টে অন্তর্বাস চুবিয়ে রাখতে পারি  তবে মনে রাখতে হবে তা যেন ঘড়ি মেপে আধঘণ্টার বেশি না হয়।

- ওয়াশিং বা গরমজলের সঙ্গে অন্তর্বাসের খুব একটা সদ্ভাব নেই। তাই তাদের দেখা না হওয়াই মঙ্গল।

- ডার্ক কালারের অন্তর্বাসের সঙ্গে হালকা রংয়েরগুলো ভেজানোর আগে ভেবে দেখো দুধ সাদা আন্ডারওয়্যারে যদি কালো ছোপ পড়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবে তো!

- লোহার কোনও বাক্ল বা কিছু থাকলে দেখে নাও তাতে জং ধরেনি তো? যদি না থাকে তাহলে মঙ্গল। থাকলে তা খুলে ধোয়ার ব্যবস্থা করো। এতে অন্তর্বাসে জংয়ের দাগ পরে যাওয়ার টেনশন থাকবে না।

- ব্রা-এর প্যাডেড জায়গাগুলো পরিষ্কার করার সময় একটু এক্সট্রা কেয়ার নিতে হবে বই কী। এই জায়গাগুলোতে ঘাম বেশি বসে যায় আর তা ঠিক মত পরিষ্কার না হলে পরে র্যাশের সমস্যা দেখা দিতে পারে। তাই সাবধান!

- ধোয়ার সময় ব্রা-এর প্যাডগুলোকে ঘষার কথা ভুলেও মাথায় এনো না। বরং প্যাডেড অংশটা এক হাতে রেখে অন্য হাতটি মুঠো করে ঘষে নাও। ধোয়া হয়ে গেলে নিংড়ানোই হল নেক্সট স্টেপ এটা ভাবলেই কেস জন্ডিস! এতে অন্তর্বাসের সাইজ় বেড়ে যায়।

ধোয়া হয়ে গেলে নিজের মত শোকাতে দাও। সূর্যের রশ্মিতে সরাসরি শুকোতে দেওয়ার কোনও প্রয়োজন নেই। ছায়াই অন্তর্বাসের স্বাস্থ্যের পক্ষে ভাল।

বাংলাদেশী নারীদের সাইজ অনুযায়ী ব্রা এর বিশাল কালেকশন দেখতে।  বাংলাদেশী নারীদের সাইজ অনুযায়ী ব্রা এর বিশাল কালেকশন দেখতে।