কীভাবে বুঝবেন আপনি ভুল মাপের ব্রা পরিধান করছেন

কীভাবে বুঝবেন আপনি ভুল মাপের ব্রা পরিধান করছেন

09 Oct, 2020 • bra

আগেকার দিনে ব্রা নিয়ে নারীরা কোন কথা বলতে রাজি ছিলেননা কিন্তু বর্তমান সময়ে ব্রা শুধুমাত্র সাধারন পোশাক নয় এর কারনে সৌন্দর্যের ও সম্পর্ক রয়েছে। আর সে কারনে ব্রা সম্পর্কে নারীদের জানার আগ্রহের কোন শেষ নেই । এই ব্রা নিয়ে অনেকে অনেক সমস্যায় আছে। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হলো তার ব্রা এর মাপ সঠিক নাকি বড় নাকি ছোট।

“ কীভাবে বুঝবেন আপনি ভুল মাপের ব্রা পরিধান করছেন”

• বিশষোজ্ঞরা জানালেন যে নারীরা স্তন ক্যান্সারে ভোগে তার বেশির ভাগই হয় টাইট ব্রা কারনে।

• যদি ব্রা পরার পর আপনার স্তন বেধি ঊঁচু মনে হয় তবে তা সঠিক নয় যদিও ব্রার কাজ স্তন কে সাপোর্ট দেয়া তার মানে এমন নয় যে তা অতিরিক্ত প্রেসার করা। ফলে খারাপ প্রভাব পড়বে।

ব্রা পরিধান করার পরে ২ থেকে ৩ ঘন্টা এর মধ্যে যদি শরীরে দাগ পড়ে যায় তবে তা সঠিক মাপের নয় অধিক টাইট বলে ধর হবে।

• কখনও ব্রা পরার পর যদি স্তনে চুলকানি হয় তবে বুঝবেন এর কাপড় ঠিক নয়।

ব্রা পরার পর যদি বোঝেন স্তন কাপের বাইরে চলে আসছে তবে বুঝবেন যে ব্রা আরও লুস হওয়া প্রয়োজন।

• যদি প্রথম ও দিত্বীয় ঘরের বোতামে লাগাতে হয় তবে ব্রার মাপ ঠিক নেই।

• ব্রা এর বেল্ট কি কাঁধ থেকে নেমে যায় তবে বুঝবেন যে ব্রার মোপ সঠিক নেই।

• খেয়াল রাখবেন যে ব্রা পরার পর শরীরে ভাঁজ পড়ছে কিনা ।