রাতের বেলা ঘুমানোর সময় ব্রা পরা উচিত?

রাতের বেলা ঘুমানোর সময় ব্রা পরা উচিত?

23 Apr, 2021 • Sleeping Bra

রাতের বেলা ঘুমানোর সময় ব্রা পরা উচিত কিনা এটা নিয়ে নারীদের মধ্যে খুব পুরোনো এবং এখনও প্রচলিত একটি বিতর্ক আছে। অনেক নারীরাই ঘুমানোর সময় ব্রা পরতে চান না। কারণ ঘুমানোর সময় ব্রা পরলে ত্বকে দাগ পরে যায়। আবার অনেকে মনে করেন ঘুমানোর সময় ব্রা পড়লে স্তন সংকুচিত হয়ে যায় এবং অনেকে আবার ক্যান্সার হবে এই ভয়ে ও পরতে চান না।

অন্য দিকে অনেকে আবার মনে করেন রাতের বেলা ব্রা পড়লে  সেটা স্তনের ঝুলে যাওয়া প্রতিরোধ করে। নিচের বৈজ্ঞানিক চিত্র টি দেখলে বুঝতে পারবেন আমরা যেটা বিশ্বাস করি তার সব টাই কাল্পনিক।


চিকিৎসা বিজ্ঞানের মতে, আমাদের শরীরের বগলের নিচে মধ্যে লিম্ফ নোড ফাংশন আছে যেটা স্তনের প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে এবং এটা ক্যান্সার কোষের বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরক্ষা। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত  হয়নি যে, ব্রা পরা লিম্ফ নোড পথে বাধা হয়েছে। সুতরাং,ক্যান্সারকে আপনার ভয়ের তালিকা থেকে বাদ দিন।

স্তন ঝুলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে গর্ভধারণ এবং বংশগত কারণ। যদি আপনার সাইজ সি কাপের বেশি হয় তবে ওয়্যার ছাড়া নরম কাপের ব্রা পরিধান করবেন যেটা আপনার স্তন ঝুলে যাওয়া কিছুটা প্রতিরোধ করবে। কিন্তু অন্য সাইজ এর বেলায় ঝুলে যাওয়া প্রতিরোধ করার কোনো উপায় নেই।

সুতরাং আমরা চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে বলতে পারি, রাতের বেলা ঘুমনোর সময় ব্রা পরা নারীদের ব্যক্তিগত আরামের ব্যাপার। যাদের স্তনের নিচে লাল ফুসকুরি হয় তাদের রাতের বেলা ব্রা না পরাই ভাল।কিন্তু অন্যরা স্তনের সাপোর্টের জন্য ব্রা পরিধান করতে পারেন। রাতের বেলা পরার জন্য নরম কাপের ব্রা নির্বাচন করুন।

অনলাইনে কটন এর সফট অন্তর্বাস অর্ডার করতে ভিজিট করুন  - https://unishopz.com/category/bra