মেয়েদের বডি শেভিংয়ের সঠিক উপায়
23 Apr, 2021 • Razor
শরীরের লোম বিশেষ করে নারীদের জন্য প্রায়ই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই ভাবেন ওয়াক্সিং হলো এই লোম দূর করার একমাত্র উপায়। কিন্তু ওয়াক্স করার জন্য লোমকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত লম্বা হতে হয়। আর তাই অপেক্ষা করতে হয় আপনার পছন্দের টপস বা স্লিভলেস পোশাকটি পরতে। শেভ করেও লোম দূর করা যায় কিন্তু শেভিং অনেকেই ভয় পান। তার কারণ হলো একটি ধারণা আছে, শেভ করলে লোম আরো ঘন ও শক্ত হয়ে উঠবে। রূপবিশেষজ্ঞরা মনে করেন সঠিক উপায়ে শেভ করলে ত্বক মসৃণ রাখা সম্ভব।
কীভাবে বডি
শেভিং করবেন সে সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
স্ক্রাবিং
প্রথমেই শরীরের
যে অংশে শেভ করবেন সেখানে স্ক্রাবিং করে পরিষ্কার করে নিন। এতে মরা কোষ সহজেই দূর হবে।
শেভ
শেভ করবেন
লোমের বিপরীত দিক থেকে। শরীরের লোম দূর করার জন্য ছেলেদের রেজার ব্যবহার না করে, ব্যবহার করুন
নারীদের উপযোগী বিশেষ রেজার।
ময়েশ্চারাইজার
সবশেষে আপনার
ত্বকের ধরন বুঝে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কারণ শেভ করার পর ত্বক সাধারণত রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
এখন আর আপনার পছন্দের পোশাক পরতে বাধা নেই। সঠিক পদ্ধতিতে বডি শেভিং করে লোম নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকুন।