শাড়ি পরিধানে পরিবর্তন এবং বাংলাদেশের তাঁতের শাড়ি

শাড়ি পরিধানে পরিবর্তন এবং বাংলাদেশের তাঁতের শাড়ি

14 Jan, 2022 • বাংলাদেশের তাঁতের শাড়ি

#শাড়ি পরিধানে পরিবর্তনঃ অঞ্চলভেদে শাড়ি পরিধানের ধরন ও পদ্ধতিতে ভিন্নতা আছে। কালের বিবর্তনে,বিভিন্ন সংস্কৃতির পারস্পরিক সংমিশ্রণে এবং সম্ভবত সামগ্রিক পরিস্থিতির প্রয়োজনে বাঙালি  নারীর  শাড়ি পরার ধরনেও নানা পরিবর্তন  ঘটেছে। শাড়ির  আদি  পূর্বে কুচি ছিল সামনের দিকে প্রস্ফুটিত ফুলের মতো ছড়িয়ে দেওয়া,পরে তার ভঙ্গি হয় একের  পর এক ভাঁজ  দিয়ে  সুবিন্যস্ত করা। আধুনিকভাবে শাড়ি পরিধানে নতুনত্বের  প্রকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের  জোড়াসাঁকো পরিবারে। ঠাকুরবাড়ির বধূ জ্ঞানদানন্দিনী পার্সি কায়দায় কুঁচি দিয়ে  শাড়ি পরার স্টাইল আারম্ভ করেন। যা এখন সকল নারীদের  শাড়ির  পরার সচরাচর পদ্ধতি। 

#তাঁতের শাড়িঃ তাঁত হচ্ছে এক ধরনের যন্ত্র যার মাধ্যমে তুলা বা তুলা হাতে উৎপন্ন সুতা দিয়ে কাপড় বানানো যায় তাঁত বিভিন্ন রকমের  হতে  পারে। তাঁতের  সাহায্যে  সুতা দিয়ে কাপড় বোনা হয়। 

শাড়ি বাঙালি  ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকের  রয়েছে সৌন্দর্য । বিভিন্ন  অনুষ্ঠানে শাড়িকে নারীদের মূল পোশাক  হিসাবেও বিবেচনা করা হয়। 

বাঙালি  নারীর  সৌন্দর্য  ভিন্নমাত্রায় ফুটে  ওঠে  শাড়িতে। শাড়িতে সাবলীল  ও স্বকীয়  আবেদন  এই সৌন্দর্যকে করে আরও রঙিন। শাড়ি  অনেক রকমের  রয়েছে। গরমে তাঁতের শাড়ি  হতে পারে সবচেয়ে বেশি উপযোগী। পছন্দের  পোশাক  হিসেবে শাড়ি একবাক্যে বলেন নারীরা। বাঙালি নারীর  প্রথম পছন্দ শাড়ি। 

-সংগৃহীত।


মনিপুরী শাড়ি দেখতে আমাদের পেইজ ভিজিট করুন - https://www.facebook.com/LabonnoFashionHouse