অফ-শোল্ডার ব্রা এর প্রয়োজনীয়তা

অফ-শোল্ডার ব্রা এর প্রয়োজনীয়তা

21 Jun, 2022 • off shoulder bra



নেক সময় স্টাইলিস্ট ড্রেস অথবা টি-শার্ট এর নিচে রেগুলার ব্রা পরলে এটা মানানসই হয়না। কিছু কিছু ড্রেস এর নিচে অবশ্যই অফ-শোল্ডার  ব্রা পরতে হয়। নিজেকে আকর্ষণীয় ভাবে তুলে ধরার জন্যও অনেকে অফ-শোল্ডার ব্রা পরে থাকে। রেগুলার ব্রা গুলোতে স্ট্র্যাপ থাকায় বেশির ভাগ সাপোর্ট স্ট্র্যাপ মাধ্যমে দেয়া হয়ে থাকে কিন্তু অফ-শোল্ডার ব্রা এই পুরোটা সাপোর্ট ব্যান্ড এর মাধ্যমে দেয়া হয়ে থাকে তাই স্ট্রাপলেস ব্রা সাধারণত টাইট, স্ট্রং এবং পাওয়ারফুল ইলাস্টিক দ্বারা তৈরী ফলে এটা শরীরের সাথে ব্যালান্স হয়ে থাকে। যদিও এটা টাইট কিন্তু এতটাও না যে আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। মহিলারা যখন স্ট্রাপলেস গাউন, ড্রেস অথবা টি-শার্ট পরে তখন এটা পরলে আরো আকর্ষণীয় লাগে।স্ট্রাপলেস ব্রা এর পিছনে সাধারণত তা হুক থাকে যা এটাকে আপনার শরীরের সাথে লেগে থাকতে সাহায্য করে। বর্তমানে অনেক স্ট্রাপলেস ব্রা এর সাথে রিমোভেবল স্ট্র্যাপ থাকে এর হলে যখন প্রয়োজন হয় তখন মহিলারা এটা লাগিয়েও ব্যবহার করতে পারবে। নিজেদের মতো ডিজাইন করেও পরতে পারবে যেমন স্ট্র্যাপগুলো সোজাসুজি না লাগিয়ে ক্রস করেও লাগাতে পারবে এটা সম্পূর্ণই নিজের উপর নির্ভর করে।