মনিপুরী শাড়ির যত্ন

মনিপুরী শাড়ির যত্ন

24 Jun, 2022 • মনিপুরী শাড়ির যত্ন

🌸🌸 মনিপুরী শাড়ির যত্ন:


👉 মনিপুরী শাড়ি ব্যবহারের পর হালকা রোদে শুকিয়ে রাখতে হবে।


👉 মনিপুরী শাড়ি ৩/৪ বার ব্যবহারের পর ওয়াশ করা যাবে।


👉 মনিপুরী শাড়ি শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে এবং এই শাড়ি খুব বেশি মোচড়ানো যাবে না এবং পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না।


👉 শাড়ি ওয়াশ করার পর অবশ্যই মাড় দিতে হবে।মাড় এর সাথে নীল মিশিয়ে নিতে হবে তাতে করে শাড়িতে মারে সাদা দাগ দেখা যাবে না।


👉 যারা মাড় ব্যবহার করতে চান না তারা এরারুট ব্যবহার করতে পারেন। এরারুট বেশি ঘন করা যাবে না। ঘন হলে শাড়ি শক্ত হয়ে যাবে।


👉 হালকা রোদে শাড়ি টান টান করে মেলে দিতে হবে। কড়া রোদে বেশিক্ষণ রাখা যাবেনা। তারপর আয়রন করতে হবে।


👉 আলমারিতে শাড়ির ভাঁজে ন্যাপথলিন ব্যবহার করতে হবে।


👉👉 শখের শাড়ি বিশেষ যত্নে ব্যবহার করা যায় দীর্ঘদিন অর্থাৎ বছরের পর বছর। তাই যত্ন ই শ্রেয়।।❤️❤️

মনিপুরী শাড়ি দেখতে আমাদের পেইজ ভিজিট করুন - https://www.facebook.com/LabonnoFashionHouse